শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

ঘরবন্দি দশা কাটিয়ে আবারও দর্শনার্থীতে মুখর হয়ে উঠছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স

রাজু আহমেদ, জেলা প্রতিনিধি মেহেরপুর
  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৩৭ দেখা হয়েছে

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের বাইরের অংশ (ফাইল ছবি) #

করোনা ভাইরাস মহামারিতে টানা পাঁচ মাসের ঘরবন্দিত্ব ঘুচে মানুষজন ছুটছে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের দিকে। ফলে আবারও দর্শনার্থীতে মুখর হয়ে উঠছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। গত মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে পর্যটকদের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এটি।

সকল দর্শনার্থীদের স্বাস্থবিধি মেনে  মাস্ক পরিধান বাধ্যমূলক করে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করার জন্য গেইটে ‘দৃষ্টি আকর্ষন বিজ্ঞপ্তি’ টানিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থবিধি মেনে, সামাজিক দুরুত্ব বজায় রেখে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করুন।  মুখে মাস্ক ছাড়া ভেতরে প্রবেশ করা যাবে না।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে সাধারন দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরিভাবে নিষেধ ঘোষনা করা হয়েছিলো। তারপর থেকে মুজিবনগরের এ কমপ্লেক্সের ভেতর কোন পর্যটক প্রবেশ করতে পারেনি।

দীর্ঘ পাঁচ মাস পর দর্শনার্থীরা ভেতরে যাচ্ছে স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করে।  মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করতে পারছে। আর এটি তদারকি করার জন্য গেটে ও ভেতরের দায়িত্বে রয়েছে আনসার ব্যাটেলিয়ান সদস্যরা।  তারা সকল দর্শনার্থীদের মাস্ক বাবহার করে স্বাস্থবিধি মেনে চলাফেরা করার জন্য অনুরোধ জানাচ্ছে।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার জানান,‘স্বাস্থবিধি মেনে পাঁচ  মাস পর মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে মাস্ক ব্যবহার ছাড়া কোন দর্শনার্থীরা মুজিবনগরের ভেতরে প্রবেশ করতে পারবে না।’

উল্লেখ্য,মহান স্বাধীনতা সংগ্রামের নানান তাৎপর্যপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখতে গড়ে তোলা হয়েছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। এর আঙিনায় একটি বড় মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টরকে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও আছে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীর স্মারক ম্যূরাল, স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, ঐতিহাসিক আম্রকানন এবং ঐতিহাসিক ছয় দফার রূপক উপস্থাপনকারী গোলাপ বাগান।

মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের বাইরের অংশে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরিক্রমা জানতে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এ স্থান দেখতে পর্যটকরা ভিড় করেন মেহেরপুরে।

# দেশবিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

Last Updated on August 30, 2020 7:57 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102