শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

করোনাকালে ঘরেই গড়ে তুলুন বিদ্যালয়ের পরিবেশ

শিক্ষা-সাহিত্য ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪০৯ দেখা হয়েছে
করোনাভাইরাসের প্রভাবে সব সেক্টরই কমবেশি ক্ষতিগ্রস্ত।বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে করোনা কেবল সাময়িক প্রভাবই ফেলেনি, এটি সৃষ্টি করেছে শিখনের দীর্ঘমেয়াদি ক্ষতি।করোনাকালীন লেখাপড়ার যে ক্ষতি হচ্ছে তা মেনে নিতেই হবে।জীবনের চেয়ে কোনো কিছুই অগ্রাধিকার পেতে পারে না। তবে যতটুকু ক্ষতির পরিমাণ কমানো যায় সেটাই বিবেচ্য।করোনার এই কঠিন সময়ে ঘরে লেখাপড়ার এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে বিদ্যালয়ের লেখাপড়ার সেই ঘাটতি পূরণ করা যায়।আর এবিষয় নিয়েই লিখেছেন ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগের নিয়মিত লেখক কুমিল্লার স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান নজরুল মেমোরিয়াল একাডেমীর সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম।

-করোনাকালে ঘরেই গড়ে তুলুন বিদ্যালয়ের পরিবেশ-

বর্তমানে শিক্ষার্থীরা বাড়িতে পুরো সময়টাই অভিভাবকের তত্ত্বাবধানে রয়েছে। তাই এ সময়টায় সম্মানিত অভিভাবকগণ পড়ালেখারত সন্তানের দিকে বাড়তি নজরদারি দিবেন।  লেখাপড়ার অভ্যাস গঠন থেকে যাতে তাদের কোনভাবেই বিচ্যুতি না ঘটে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বাসায় পাঠ্যপুস্তকে মন না বসাটাই স্বাভাবিক। পড়তে মন চায় না, এটা চরম সত্য কথা। এই অবস্থায় শিক্ষার্থীরা যাতে মানসিক কোনো সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

আমরা যারা নজরুল মেমোরিয়াল একাডেমীতে শিক্ষকতা করছি, আমরা বছরের প্রথম জানুয়ারি মাস থেকেই আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের সাপ্তাহিক বিষয় ভিত্তিক শীট দিচ্ছি। আমরা এপ্রিল মাসে সম্মানিত অভিভাবকদের তত্ত্বাবধানে প্রথম সাময়িক পরীক্ষা নিয়েছি। পরীক্ষার খাতায় ছাত্র-ছাত্রীদের করা ভুল-ভ্রান্তিগুলো আমরা শিক্ষকরা দেখিয়ে দিয়েছি যাতে তারা সংশোধিত হতে পারে। এরই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিচ্ছি। এক্ষেত্রে সম্মানিত অভিভাবকগণ বাসায় শিক্ষকের ভূমিকা পালন করছেন। এসময়ে শিক্ষার্থীদের লেখাপড়া, ঘরে বসে পরীক্ষা দেয়ার ক্ষেত্রে তার আগ্রহের প্রতি খেয়াল রাখতে হবে।

যেসব বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে-

# বাসায় বার বার চেষ্টার মাধ্যমে দুর্বল অধ্যায়গুলো আয়ত্বে আনতে হবে। অন্যথায় পরবর্তী শ্রেণিতে সমস্যা হতে পারে।

# চলতি ক্লাশের পাঠ্যপুস্তক সম্পর্কে পুরোপরি ধারণা থাকতে হবে। অন্যথায় পরবর্তী শ্রেণির পড়াগুলো বুঝতে অসুবিধা হবে। কেননা পূর্ববর্তী শ্রেণির পড়ার সাথে পরবর্তী শ্রেণির পড়ার ধারাবাহিকতা থাকে।

# বাসায় নিজ নিজ ধর্মীয় বিষয় চর্চা করতে হবে।  হাতের লেখা সুন্দর ও অংকনের চর্চা করতে হবে।

# অভিভাবকগণ সন্তানদের প্রতিদিন রুটিন মাফিক কোয়ালিটি সময় দিবেন। তাতে তারা একঘেয়ামি অনুভব করবে না, মানসিক প্রশান্তি পাবে।  আর করোনার এ সময়ে ঘরে লেখাপড়ার পরিবেশ বিদ্যালয়কেন্দ্রিক গড়ে তুলতে পারলে অভিভাবকদের সাথে সন্তানের আচরণও শিক্ষক-শিক্ষার্থীর মতো গড়ে উঠবে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on August 23, 2021 12:30 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102