কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষার ১৪ ও ১৫ মে (রোববার ও সোমবার) এর পরীক্ষাসমূহ বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত করা হয়েছে।
শনিবার (১৩ মে) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচি, কুমিল্লা বোর্ডের অধীনস্থ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উল্লেখিত জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দেয়া হয়েছে।
Last Updated on May 13, 2023 9:51 pm by প্রতি সময়