টানা পাঁচ দিন ধরে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদা আক্তার রেনু (৩৪) নামে এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে থানার মোহরা এলাকায় ওই নারী চিকিৎসককে শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ডা. নাহিদা মোহরার বালুরটাল এলাকার বাসিন্দা ইউনুস কোম্পানির পুত্র রফিকুল হাসানের স্ত্রী। তিনি চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১০ নম্বর রোডের একটি বাসায় থাকেন।
গ্রেফতার চিকিৎসক নাহিদা আক্তার রেনু (৩৪) চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি চমেক হাসপাতালে কর্মরত আছেন।
পুলিশ জানায়, এক বছর আগে থেকে ডা. নাহিদার বাসায় কাজ করেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আবদুল গণির ১৫ বছর বয়সী মেয়ে তসলিমা আক্তার। বিভিন্ন সময় তসলিমাকে নির্যাতন করত ডা. নাহিদা৷ গত ১৮ জুলাই তসলিমা তার চোখে ডা. নাহিদার কাজল ব্যবহার করে। বাসায় ফিরে নাহিদা তা দেখতে পেয়ে কিশোরী তসলিমার ওপর নির্যাতন শুরু করে এবং টানা পাঁচ দিন আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন করে। একপর্যায়ে একটি সেলুনে নিয়ে গিয়ে তসলিমার মাথার চুলও ফেলে দেয়া হয়।
পুলিশ আরও জানায় ঈদের আগে দিন তার পিতা লোহাগাড়া থেকে দেখতে আসলে জানানো হয়, তাসলিমা বাসায় নেই। কিন্তু অনেকক্ষণ বাইরে অপেক্ষা করার পর জানালা দিয়ে নির্যাতিত গৃহকর্মী তাসলিমাকে দেখতে পান তার পিতা। এসময় ইশারাতে তাকে নির্যাতনের কথা জানায়। এরইমাঝে ডা. নাহিদা শ্বশুরবাড়িতে কোরবানিতে দিতে আসেন নির্যাতিত গৃহকর্মীকে সঙ্গে নিয়ে।
নির্যাতিত গৃহকর্মীর পিতা চান্দগাঁও থানায় এসে ঘটনাটি পুলিশকে জানায়। বৃহস্পতিবার বিকেলে চান্দগাঁও থানা পুলিশ নির্যাতিত তাসলিমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। একইসাথে অভিযুক্ত গৃহকর্তী ডা. নাহিদাকে আটক করে থানায় নেয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন,‘ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত চিকিৎসককে ভুক্তভোগী কিশোরীর বাবার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 23, 2021 8:42 pm by প্রতি সময়