শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

চট্টগ্রাম বিভাগের মানুষ টিকা নেয়ার শীর্ষে

প্রতিসময় ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১১২ দেখা হয়েছে
# ফাইলফটো

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে সারাদেশে ব্যাপকহারে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। বিভিন্ন মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা এসে পৌঁছেছে দেশে। এখন পর্যন্ত সব থেকে বেশি টিকা নিয়েছেন চট্টগ্রাম বিভাগের মানুষ। সরকারের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোভিশিল্ড বা অ্যাস্ট্রাজেনেকার এক কোটি চার লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এরমধ্যে এক কোটি দুই লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। বাকি দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা মজুত আছে।

ফাইজারের এক লাখ ৬২০ ডোজ এবং সিনোফার্মার ৫১ লাখ ডোজ টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। এই টিকা সারা দেশের টিকাকেন্দ্রে সরবরাহ করা হয়েছে। ফলে এই টিকার কোনো মজুত নেই। এছাড়া কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া মডার্নার ৫৫ লাখ ডোজ টিকার মধ্যে আট লাখ ৫০ হাজার ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। বাকি ৪৬ লাখ ৫০ হাজার ডোজ টিকা মজুত আছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত সারা দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট এক কোটি ১৮ লাখ ৩০ হাজার ৩৯০ ডোজ টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭৫ লাখ ২৪ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৩ লাখ পাঁচ হাজার ৬২৮ জন।

প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে সব থেকে বেশি ২৩ লাখ ৬৩ হাজার ২২১ ডোজ টিকা দেয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ১৪ লাখ ৭৪ হাজার ৭০৭ জনকে। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন আট লাখ ৮৫ হাজার ৫১৪ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা মহানগর। ঢাকা মহানগরে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ লাখ ৩১ হাজার ৫৬২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন আট লাখ ৫১ হাজার ৩৪৫ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে ২০ লাখ ৮২ হাজার ৯০৭ ডোজ।

টিকা প্রাপ্তির হিসাবে সবার নিচে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগে প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৩৯ হাজার ৩১৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৮২ হাজার ৬৯৫ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে পাঁচ লাখ ২২ হাজার নয় ডোজ।

ঢাকা বিভাগ : ঢাকা মহানগরের বাইরে ঢাকা বিভাগে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১১ লাখ ৪৪ হাজার ৭৫২ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ছয় লাখ ৭৭ হাজার ৪৩৯ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে ১৮ লাখ ২২ হাজার ১৯১ ডোজ।

খুলনা বিভাগ : এ বিভাগে প্রথম প্রথম ডোজ নিয়েছেন নয় লাখ ৫৩ হাজার ১১৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ ৯৩ হাজার ৬৩৬ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে ১৪ লাখ ৪৬ হাজার ৭৫৩ ডোজ।

রাজশাহী বিভাগ : রাজশাহীতে প্রথম ডোজ নিয়েছেন আট লাখ ৫৩ হাজার ৬০৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ ১১ হাজার ১৫৬ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৭৬৫ ডোজ।

রংপুর বিভাগ : এই বিভাগে প্রথম ডোজ নিয়েছেন সাত লাখ ৭১ হাজার ৮৪৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ ৮৯ হাজার ৮৯৪ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে ১১ লাখ ৬১ হাজার ৭৪২ ডোজ।

সিলেট বিভাগ : সিলেটে প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৬৯ হাজার ৯৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ২১ হাজার ৬৬ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে পাঁচ লাখ ৯০ হাজার ১৬২ ডোজ।

ময়মনসিংহ বিভাগ : এই বিভাগে প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৮৬ হাজার ৭৫৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছে এক লাখ ৮৯ হাজার ৮৮৩ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে পাঁচ লাখ ৭৬ হাজার ৬৪০ ডোজ।

মজুত আছে যেসব টিকা : প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার কোনো টিকা বর্তমানে মাঠপর্যায়ে মজুত নেই। তবে ফাইজারের টিকা মজুত আছে ৫০ হাজার ১০৯ ডোজ। আর মডার্নার চার লাখ ৮৬ হাজার ১৯৬ ডোজ টিকা মজুত রয়েছে। বর্তমানে দেশে সবচেয়ে বেশি মজুত রয়েছে সিনোফার্মার টিকা। চীনে উৎপাদিত এই টিকার ৪৯ লাখ ৩৮ হাজার ৮২১ ডোজ দেশে মজুত আছে।

(জাগো নিউজ ২৪ ডটকম অবলম্বনে)
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on July 27, 2021 10:00 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102