শিল্প-সংস্কৃতি মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়। অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগের শনি ও মঙ্গলবারের আয়োজনে আজ কবিতা নিয়ে যুক্ত হয়েছেন চন্দন দাস। তিনি নব্বই দশকে ফ্রিল্যান্স সাংবাদিকতা করেছেন। কবিতা, ফিচার, কলাম লেখা নিয়েও থাকতেন ব্যস্ত। এখন আর লেখালেখির সময় সেরকম হয়ে ওঠেনা। বর্তমানে চ্যানেল আই গ্রুপের প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত। এর আগে অধ্যাপনা করেছেন চৌদ্দগ্রামের বগৈড় গার্লস কলেজ ও বরুড়ার বেগম জহিরা মহিলা কলেজে। আবার সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িয়ে আছেন তিনি। কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারত- বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সদস্য চন্দন দাস কাজের ফাঁকে সময় মেলাতে পারলেই কলম ধরেন কবিতা বা ফিচার লেখায়।
মানুষ মানুষের জন্যে
-চন্দন দাস-
ছুঁড়োনা বোমা, মেরোনা মানুষ, করোনা নিষ্ঠুর খেলা;
ধরণী বনেছে স্বর্গ, মানুষ হয়েছে সভ্য, মেঘে মেঘে বেড়েছে অনেক বেলা।
গঙ্গা-যমুনায় গড়িয়েছে কতো জল,
কতো যে সাগর-সমুদ্র অতল।
ফুলে ফুলে সেজেছে দেখো কী দারুন এ মহাবিশ্ব,
নিটোল প্রকৃতির নিবিড় মমতায় হৃদয় ছুঁয়ে যায় এ দৃশ্য।
ফলমূল-জল করেছেন দান কী মহান ঐ বিশ্ববিধাত্রী,
জাতি-ধর্ম-প্রাণ, গাহি সাম্যের গান, আমরাই পরস্পরের সহযাত্রী।
যে খেলা খেলিছো আজ, মজা কী পাও তাতে, ভেবে পৌষমাস;
প্রাণে প্রাণে আঘাত, ছড়ায় বিভীষিকা, দেশেরও যে সর্বনাশ!
থামাও প্রহসন,বদলাও দৃষ্টিভঙ্গি,
জীবন যে হবে ধন্য;
সম্মুখ পানে এগিয়ে যাও,দুঃখীজনে হাত বাড়াও,
মানুষতো মানুষেরই জন্য।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 10, 2021 4:20 pm by প্রতি সময়