রাজনীতির মাঠে ত্যাগী, সজ্জন ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো.তাজুল ইসলাম।
চসিকের নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল বুধবার (৫ আগষ্ট)।এর একদিন আগে চসিক প্রশাসকের দায়িত্ব পেলেন সর্বজন প্রিয় ব্যক্তিত্ব খোরশেদ আলম সুজন ।
এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেন,আগামীকাল ৫ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ শেষ হবে। করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশনের পক্ষে নতুন নির্বাচন আয়োজন করা সম্ভব না হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন।তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। রাজনীতিতে সবসময় সক্রিয় ছিলেন। বিজ্ঞ রাজনীতিক ব্যক্তিত্ব, সৎ, আদর্শবাদ মানুষ হিসেবেও বেশ প্রচার রয়েছে তার।আগামীকাল (বুধবার) তাকে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ছাত্রজীবনে খোরশেদ আলম সুজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি সায়েন্সে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ১৯৮৬ সালে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। প্রায় ৫০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে খোরশেদ আলম সুজন আওয়ামী লীগের পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাদের একজন।
Last Updated on August 4, 2020 9:59 am by প্রতি সময়