# সরকারের তথ্য অধিকার আইন প্রনয়নে সকল মানুষ খুশী" /> চাঁদপুরের মতলবে বাউবি’র জনঅবহিতকরন মতবিনিময় সভা অনুষ্ঠিত – প্রতিসময়
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মুরাদনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান চলছে খোলা জায়গায় দ্বীনি শিক্ষা বিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সোনালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা হোটেল ডায়নার ওয়েটার তফাজ্জল দুই বার বিসিএসে উত্তীর্ণ কন্যার গর্বিত পিতা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা রাখার আহ্বান হাসনাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৬ লক্ষাধিক টাকার মৃত্যু দাবির চেক পেলেন নমিনী দেলোয়ার ও নাজমুলের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ কৃষি উদ্যানে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস করলো কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ নেই : কুমিল্লার সম্মেলনে আমিরে জামায়াত এক ময়লার ভাগাড়ে ‘নরক যন্ত্রণায়’ দশ গ্রামের মানুষ * রিসাইক্লিং ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ * সুখবর নেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রকৃত গণমাধ্যম কর্মীরাই পারে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে: বরকত উল্লাহ বুলু স্বৈরাচারী হাসিনা মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার স্বৈরাচারী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল ভারত : বিএনপি নেতা হাজী ইয়াছিনন কুবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন গ্রেফতার কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার

চাঁদপুরের মতলবে বাউবি’র জনঅবহিতকরন মতবিনিময় সভা অনুষ্ঠিত # সরকারের তথ্য অধিকার আইন প্রনয়নে সকল মানুষ খুশী

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ দেখা হয়েছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি’র প্রোগ্রামসমূহের প্রোমোশনাল কাজ সম্পর্কিত সৃষ্টিশীল, তথ্যবহুল ও শিক্ষনীয় জনঅবহিতকরন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রাধীন চাঁদপুর উপ আঞ্চলিক কেন্দ্রের অর্ন্তগত মতলব দক্ষিনের বাউবি’র বিএ/বিএসএস প্রোগ্রামের স্টাডি সেন্টার রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসানপুর শহীদ নজরুল সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা’র সাবেক উপ পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন জামাল। প্রধান বক্তা ছিলেন বাউবি’র কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক টি এম আহমেদ হুসেইন।

 

রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, ছেংগারচর সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো. আলম খান।অনুষ্ঠান সঞ্চলনা করেন ডিগ্রি প্রোগ্রামের সমন্বয়কারী মো. মোখলেছুর রহমান।

 

মতবিনময় সভায় প্রধান অতিথি বলেন, সরকারের এই তথ্য অধিকার আইন প্রনয়নে সুশীল সমাজ, মানবধিকার কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সকল মানুষ খুশী হয়েছে। এই আইন বাস্তবায়নে প্রত্যেক কর্তৃপক্ষ তার গৃহীত সিদ্ধান্ত, কার্যক্রম কিংবা সম্পাদিত বা প্রস্তাবিত কর্মকান্ডের সকল তথ্য নাগরিকগনের নিকট সহজলভ্য করার জন্য সূচীবদ্ধ করে প্রকাশ ও প্রচার করবে।
বাউবি’র প্রমোশনাল কাজ সম্পর্কে তিনি বলেন, সরকার যে মহৎ উদ্দেশ্য নিয়ে বাউবি প্রতিষ্ঠা করেছিল বাউবি’র বর্তমান প্রশাসন ব্যাপক প্রচার প্রসারের নানান কৌশল অবলম্বন করে সে মহৎ উদ্দেশ্য সাধনের পথে এগুচ্ছে।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথিরা বলেন, সরকারের তথ্য অধিকার আইনের আলোকে প্রত্যেক কর্তৃপক্ষ তাদের সাংগঠনিক কাঠামোর বিবরণ, যাবতীয় কার্যাবলি জনস্বার্থে প্রকাশ করবে তথা চাহিবা মাত্র প্রদান করবে। প্রান্তিক পর্যায়ে বাউবি’র এ জাতীয় মতবিনিময় সভা তথা উঠান বৈঠক তথ্য অধিকারের আলোকে চমৎকার উপস্থাপনা।

 

প্রধান আলোচকের বক্তব্যে বাউবি’র আঞ্চলিক পরিচালক টি এম আহমেদ হুসেইন বলেন, সরকারের তথ্য অধিকার আইন-২০০৯ এর আলোকে বাউবি সকল অংশীজনের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সার্বক্ষনিক সজাগ দৃষ্টি রাখছে। তিনি বলেন বাউবি’র মাননীয় উপাচার্য আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ভূ-বিজ্ঞানী বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার এর নজরকাড়া ও উদ্ভাবনী শ্লোগান “বাউবির দীক্ষা; সবার জন্য উন্মুক্ত, কর্মমূখী, গনমূখী ও জীবনব্যাপী শিক্ষা” এই শ্লোগানের আলোকে যে কোন বয়স পেশার পুরুষ মহিলাগন যার যার যোগ্যতার ভিত্তিতে সারা জীবন বাউবিতে অধ্যয়ন করতে পারেন।

আঞ্চলিক পরিচালক আরো বলেন, জনস্বার্থে প্রত্যেকই বাউবি’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে পারেন। সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে বাউবি’র প্রান্তিক পর্যায়ের এই প্রচারনা কৌশল সহায়ক ভুমিকা পালন করবে। কারণ বাউবি’র কল্যাণে দেশের যে কোন বয়স পেশার পুরুষ- মহিলাগন অর্থাৎ ঝরে পড়া সকল মানুষ শিক্ষা গ্রহন করতে পারে। বাউবি কর্তৃপক্ষ মানুষের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে বদ্ধ পরিকর এবং সে লক্ষেই বাউবি এগিয়ে চলছে।

 

বাউবি’র বিএ/বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারী মোখলেছুর রহমান বলেন, বাউবির কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র ও চাঁদপুর উপ আঞ্চলিক কেন্দ্রের সহযোগিতায় যে প্রক্রিয়ায় বাউবি’র প্রচারকাজ এগুচ্ছে- তাতে বাউবি সম্পর্কে অচিরেই দেশের সকল মানুষের ধারনা আরো প্রসারিত হবে এবং এতে বাউবিতে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির আশাবাদ স্পষ্ট হয়ে উঠছে।

 

অনুষ্ঠানের সভাপতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব অরূন চন্দ্র সরকার বলেন, প্রকৃতপক্ষে তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব কেবল সরকারের একার নয়। সরকারের স্টেক হোল্ডার অন্যান্য অংশ যেমন বেসরকারি প্রতিষ্ঠানসমূহ, স্বায়ত্বশাসিত সংস্থা বা প্রতিষ্ঠানসমূহ, সচেতন সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, এনজিও কর্তাব্যক্তি এবং আইনপ্রয়োগকারী সংস্থা প্রভৃতি রয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিউ ডাইমেনশনাল প্রমোশনাল কার্যক্রমের গঠনমূলক প্রচারাভিযান সর্বস্তরের মানুষের প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে অভূতপূর্ব সহায়ক ভূমিকা পালন করে চলেছে, যা বিশেষ করে বৃহত্তর কুমিল্লা অঞ্চলে সবার দৃষ্টি আকর্ষন করছে।

 

মতবিনিময় সভায় স্থানীয় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা নির্বাহী কর্মকর্তাার প্রতিনিধি, যুব উন্নয়ন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ, জনপ্রতিনিধি, কলেজের গভর্নিং বডির সদস্য, সাধারণ শিক্ষার্থী এবং বাউবি’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Last Updated on February 3, 2024 8:29 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102