কুমিল্লা আদর্শ সদর উপজেলার বলেশ্বর গ্রামের জিন্নত আলীর ছেলে নাজিম।ঘরে স্ত্রী সন্তান রয়েছে। স্বর্ণালংকার পেশায় নিয়োজিত।স্থানীয় লোকজন তাকে বদস্বভাবের লোক বলেই চেনে।মেয়েদের দিকে তার কুনজর সবসময় যেনো লেগেই থাকে।
৪৫ বছর বয়সী নাজিমের বদস্বভাবের শিকার হয়েছে ওই গ্রামের দরিদ্র ঘরের নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরী। তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ১৭ সেপ্টেম্বর কক্সবাজার নিয়ে যায় এবং তিনদিন একটি হোটেলে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে নাজিম।এক পর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে ২০ সেপ্টেম্বর তাকে কুমিল্লায় নিয়ে এসে তার বাড়ির পাশে রেখে পালিয়ে যায় নাজিম।
পরে ঘটনাটি জানাজানি হলে নির্যাতিত কিশোরীর মা-বাবা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।পুলিশ অভিযুক্ত নাজিমকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ার পর আদালতে পাঠায়।আদালত ধর্ষক নাজিমের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কিশোরী স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহিন কাদির জানান, নাজিম খুব ভয়ংকর বদ প্রকৃতির লোক। এলাকাবাসী তার বিরুদ্ধে নানান অভিযোগ করেছে।
ধর্ষনের শিকার ওই কিশোরীর পরিবার জানায়, তাদের দারিদ্রতার সুযোগ নিয়ে নাজিম এ জঘন্য ঘটনা ঘটিয়েছে। তারা এঘটনার ন্যায় বিচার প্রত্যাশা করেছেন।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 23, 2020 10:42 am by প্রতি সময়