সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ডাকাতদলের সদস্য আটক : লুন্ঠিত স্বর্ণসহ পিস্তলের গুলি, ম্যাগজিন দেশীয় অস্ত্র উদ্ধার  আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী কুমিল্লায় ছাত্র-জনতার গণধোলাইয়ের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পুলিশে সোপর্দ  চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন সম্পাদক তুষার কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরন মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযান : লাখ টাকা জরিমানা, চিমনি ধবংস কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব মাটিতে মিশিয়েছে ছাত্র-জনতা অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লায় চাচার টেঁটার আঘাতে ভাতিজিবিদ্ধ যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা চৌদ্দগ্রামে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু দাউদকান্দিতে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক পরকীয়ায় প্রাণ গেলো প্রেমিকের, প্রেমিকা আটক বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটি ঘোষণা নিহত তৌহিদের পরিবার সাক্ষাত করলেন জিওসি’র সঙ্গে চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা তৌহিদের স্ত্রী অলি আওলিয়ার এদেশে মাজার-খানকাহ রক্ষা করতে হবে : শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারী

চান্দিনায় জোরপূর্বক জায়গা দখল, কেটে নিয়ে গেছে শতাধিক ফলজ ও বনজ গাছ

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩২৫ দেখা হয়েছে
জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভুক্তভোগী জগদীশ দত্ত

কুমিল্লার চান্দিনায় আদালত ও স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে হুমকীর মুখে জোরপূর্বক জমি দখল সহ শতাধিক বিভিন্ন ফলজ ও বনজ গছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

রবিবার দুপুরে ময়নামতি এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন ভুক্তভোগী চান্দিনা উপজেলার চিলোড়া গ্রামের মৃত ডা. রায়ইহরণ দত্তের ছেলে জগদীশ দত্ত।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চান্দিনা উপজেলার চিলোরা মৌজার ৯ শতক ভিটি জমি বিজ্ঞ সহকারি জজ আদালতের ১৯৮৪ সালের দেওয়ানী ২৪৬ নম্বর মামলার ডিক্রি মোতবেক ১৯৮৭ সাল হতে জগদীশ দত্ত ভোগ দখলে আছেন। এ মামলার প্রতিপক্ষ অমর দত্ত ও শংকর দত্ত তার প্রতিবেশী। জমির বিরোধ নিয়ে তারা আদালতের রায় উপেক্ষা করে দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে আসছিল। এতে তিনি গত বছরের ১৫ নভেম্বর চান্দিনা থানায় লিখিত অভিযোগ করেন।

 

ওই অভিযোগের প্রেক্ষিতে থানার এস আই তাপস দাস সরেজমিনে তদন্ত করে আদালতে রায় মোতাবেক তাকে জমির দখল বুঝিয়ে দিয়ে উভয় পক্ষকে মিমাংসা করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, তার প্রতিপক্ষ অমর দত্ত ও শংকর দত্ত আদালতের রায় এবং চান্দিনা থানার মিমাংসা উপেক্ষা করে করে জমি দখল করতে তাকে হুমকী অব্যাহত রাখেন।

 

পরে গত ১৯ মার্চ পুলিশ সদর দপ্তরের নির্দেশে সহকারী পুলিশ সুপারের কার্যালয় (হোমনা সার্কেল) থেকে এ বিষয়ে অভিযোগ অনুসন্ধানের স্বার্থে নোটিশ প্রদান করা হয়। নোটিশের প্রেক্ষিতে গত ১২ আগষ্ট জমির মালিকানা সংক্রান্তে আদালতে রায়ের কাগজপত্র দাখিল করা হয়। পুলিশ সরেজমিনে তদন্তে আসেন এবং উভয় পক্ষকে সার্ভে আমিন ও আইজীবির উপস্থিতে উক্ত পরিমাপ করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেন।

 

ওই নির্দেশনা উপেক্ষা করে কোন পরিমাপ ছাড়াই এবং কাগজ পত্র না দেখে প্রতিপক্ষের অমর দত্ত, শংকর দত্ত, কৃষ্ণ দত্ত, সনজিত দত্ত, শ্যামল দত্ত, বাদল দত্ত, পলাশ দত্ত, তপন দত্ত, দুর্জয় দে, নিকুঞ্জন দে, সমির এবং অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে তার মালিকানা জমির ৫০টি কাঠাল গাছ, ২০টি রেইনট্রি কড়ই, ৩০টি একাশি গাছসহ বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ কেটে ফেলে।

 

এ সময় প্রতিবাদ করলে জগদীশ দত্তের পরিবারের লোকজন ও আইনজীবির উপর হামলার চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। পরবর্তীতে এ চক্রটি জোরপূর্বক উক্ত ৯ শতক ভূমি ছাড়াও আরও ৪ শতক জমি দখল করে নিয়েছে। এ বিষয়ে তিনি আদালত ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় তিনি শিগগিরই আদালতে মামলা করবেন বলেও জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জগদীশ দত্তের ভাই মাদব দত্ত ও যাদব দত্ত।

Last Updated on August 27, 2023 8:11 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102