কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহতরা হলো- তুলাতলী গ্রামের আব্দুল কুদ্দুস মন্টুর মেয়ে নাদিয়া (৭) ও সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া (৮)। তারা সম্পর্কে একই পরিবারের খালা ও বোনের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় সাইকেল নিয়ে খেলতে ঘর থেকে বের হয়ে ওই দুই শিশু। দুপুর ১২টার দিকে বাড়ি থেকে ২শ গজ দূরে বটগাছের কাছের সাইকেল ও জুতো পায় নিহত সাদিয়ার নানা আব্দুল জব্বার। এসময় তাদেরকে খুঁজে না পেয়ে সাইকেল ও জুতো বাড়িতে নিয়ে যান তিনি।
এরপর থেকে তাদেরকে কোথাও খুঁজে পায়নি পরিবারের লোকজন। দুপুর ২টায় শিশু নাদিয়ার দাদী একই স্থানে আরও একটি পেন্ট পায়। তখন সন্দেহ করে পাশের মৎস্য প্রজেক্টে নামে পরিবারের সদস্যরা। মাত্র কোমড় পানিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে তারা।
নিহত নাদিয়ার দাদা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ জানান, পানি থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
Last Updated on April 25, 2024 10:36 pm by প্রতি সময়