কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাচন সামনে রেখে প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা ছাত্রলীগ নেতা মো. বাহার উদ্দিন সোহাগকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (১১ মে) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব ওই ভাইসচেয়ারম্যান প্রার্থীকে সোমবার সকাল ৯টার (দুই দিনের মধ্যে) মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে সশরীরে জবাব দেওয়ার জন্য কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছেন।
মো. বাহার উদ্দিন সোহাগ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনিসহ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী, ১২ মে রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৯ মে প্রত্যাহারের শেষ দিন, ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। চতুর্থ ধাপে আগামী ৫ জুন চান্দিনায় ভোট হবে।
সহকারি রিটার্নিং কর্মকর্তা জাবের মো. সোয়াইব বলেন, আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অংশ হিসেবে সভা,মিছিল ও উঠান বৈঠক করেছেন ওই প্রার্থী। উনাকে পূর্বেই বারণ করা হয়েছে তিনি তা শুনেননি। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রার্থী বাহার উদ্দিন সোহাগ বলেন, আমি এখনো নোটিশ পাইনি। আর নির্বাচনের আচরণবিধি সম্পর্কে ভালোভাবে জানা ছিল না। তাই হয়তো আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে। নোটিশ হাতে পেলে ব্যাখ্যা দিবেন বলে জানান তিনি।
Last Updated on May 11, 2024 7:41 pm by প্রতি সময়