কুমিল্লার চান্দিনা উপজেলায় বজ্রপাতে দৌলতুর রহমান (৪৭) নামে এক কৃষক মারা গেছেন।
বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টায় উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত দৌলতুর রহমান ওই গ্রামের সুন্দর আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা মন্দির মিয়া জানান, ধান ক্ষেতে ওষুধ ছিটানোর সময় হঠাৎ বৃষ্টি নামলে ওষুধ ছিটানোর মেশিন জমির কাছে রেখে বাড়িতে চলে আসে। বৃষ্টি কমলে কিছুক্ষণ পর ওই মেশিনটি আনতে গেলে বজ্রপাতে আহত হন দৌলতুর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে ফোন করে ঘটনাটি জানিয়েছেন।
Last Updated on May 2, 2024 8:54 pm by প্রতি সময়