কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (সিসিবি) আওতায় কুমিল্লার চান্দিনায় এক কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে কাঁচা সড়ক পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কংগাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন থেকে সুইসগেট হয়ে ঘুগড়া বিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ওই সড়কটি পাকাকরণ কাজের উদ্বোধন করেন কুমিল্লা-৭ চান্দিনা আসনের এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
প্রকল্প কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো সোয়াইব, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিম দর্জি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, যুবলীগের নেতা বাহারউদ্দিন সোহাগ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Last Updated on April 27, 2024 8:47 pm by প্রতি সময়