কুমিল্লার চান্দিনায় তানভীর আহমেদ ভূঁইয়া (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।এক কিশোরকে মারধর করার প্রতিবাদ জানালে সে গ্রামের লোকদের অস্ত্র উঁচিয়ে ধাওয়া করে।এসময় গ্রামের লোকজন সম্মিলিতভাবে ওই যুবককে পাল্টা ধাওয়ায় আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ওই যুবকের ঘর থেকে তিনটি দেশিয় অস্ত্র উদ্ধার করে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রাম থেকে তানভীরকে আটক করা হয়।সে ওই গ্রামের মৃত মাহবুবুর রহমান বাবুল ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক কিশোরকে মারধরের ঘটনার প্রতিবাদ করায় অস্ত্র উঁচিয়ে গ্রামবাসীকে ধাওয়া করেন তানভীর আহমেদ ভূঁইয়া। বিষয়টি স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানান।পরে তানভীরকে পাল্টা ধাওয়া দিয়ে গ্রামের লোকজন মিলে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এসময় আটক তানভীরের দেয়া তথ্যমতে তার ঘরের মেঝের মাটি খুঁড়ে দুটি পাইপগান ও একটি গ্যাসগান উদ্ধার করা হয়। এছাড়া ঘটনার সময় স্থানীয়রা একটি ককটেল উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটক তানভীরের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।তার বিরুদ্ধে তিতাস থানায় একাধিক মামলা রয়েছে।
Last Updated on January 22, 2021 12:20 pm by প্রতি সময়