সরকারী নির্দেশনা অমান্য করে কুমিল্লার চান্দিনার তেওনাই গ্রামে অবাধে ড্রেজার বসিয়ে ফসলি জমির উপর দিয়ে ভিট মাটি উত্তোলন করায় চাষাবাদ বিঘ্নিত হয়ে ক্ষতির সম্মুখিন হচ্ছে কৃষকরা।
স্থানীয় সুত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের তেওনাই-হাজিপাড়া এলাকার মাঝামাঝি ফসলী জমির মাঠে দীর্ঘদিন ধরে চান্দিনার ছাঁয়কোট গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নুরুল ইসলাম ড্রেজার মেশিন বসিয়ে জমি থেকে মাটি উত্তোলন করছে। ফসলী জমির উপর প্লাষ্টিকের মোটা পাইপ ফেলে ড্রেজার মেশিনের সাহায্যে আশপাশের এলাকাসহ দুরবর্তী এলাকার জলাশয়, ডোবাসহ বড় খানাখন্দক ভরাটের কাজে ভিট মাটি উত্তোলন করে বিক্রি করছে।
তেওনাই গ্রামের আবদুস সালামসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে বাচ্চু মিয়া ক্ষেতের মাঝখানে ড্রেজার বসিয়ে মাটি তুলে বিক্রি করছে। স্থানীয় কৃষকরা জানান, দিনের পর দিন এভাবে মাটি উত্তোলনের ফলে ড্রেজার মেশিন বসানোর স্থানটি গভীর হয়ে যাওয়ায় আশপাশের জমির মাটি ভেঙ্গে পড়ছে। এতে চাষাবাদ বিঘ্নিত হচ্ছে কৃষকদের। মৌখিকভাবে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করলেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
ড্রেজারের মালিক বাচ্চু মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ছেলে নুরুল ইসলাম ফোন রিসিভ করে জানান, তেওনাই গ্রামের জহির আমার কাছ থেকে ড্রেজারটি ভাড়া নিয়েছে।
ড্রেজারমেশিন পরিচালনার দায়িত্বে থাকা এক শ্রমিক জানায়, সে ১৫দিন ধরে ড্রেজার মেশিনে ভিটমাটি উত্তোলনের কাজ করছে।
স্থানীয়রা জানান, ড্রেজারের মালিক প্রতি ঘনফুট মাটি ৯/১০ টাকায় গ্রাহকদের কাছে বিক্রি করছে। কৃষকের জমির উপর পাইপ ফেলে মাটি সরবরাহ চলায় ফসলও নষ্ট হচ্ছে।
জানতে চাইলে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস জানান, ‘বিষয়টি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আমি যেখানেই খবর পাচ্ছি সেখানেই ছুটে গিয়ে ড্রেজার জব্দসহ আইনগত ব্যবস্থা নিচ্ছি। এবিষয়েও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।’
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 24, 2020 6:42 pm by প্রতি সময়