ছবি: কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ৬৬৭ কেজি পলিথিন জব্দ করে #
পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। যথেচ্ছ পলিথিন ব্যবহারের ফলে নদী-নালা ও ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদূর্ভোগ সৃষ্টি হচ্ছে। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও পরিবহন পরিবেশ আইন অনুযায়ী নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কুমিল্লার সর্বত্র পলিথিনের ব্যাপক ব্যবহার বেড়েছে।
কুমিল্লা জুড়ে নিষিদ্ধ পলিথিনের অবাধ বিক্রির বিরুদ্ধে মাঠে নেমেছে কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬৬৭কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন বিপণনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে এক লাখ দশ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
কুমিল্লার চান্দিনা বাজারের কয়েকটি দোকানে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রি হয় এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে কুমিল্লার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বাজারের মো. আবুল হোসেনের প্রতিষ্ঠান আমেনা স্টোর থেকে ৫শ কেজি, ইউসুফ মিয়ার প্রতিষ্ঠান সোহেল রেক্সিন স্টোর থেকে ৩৫ কেজি, কামাল হোসেনের দোকান থেকে ৬০ কেজি এবং স্বপন দেবনাথের প্রতিষ্ঠান স্বপন এন্টারপ্রাইজ থেকে ৭২ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠান চারটির মালিককে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপরিচালক শওকত আর কলি জানান, পরিবেশ সুরক্ষিত রাখতে পরিবেশ অধিদপ্তর কাজ করছে। নিষিদ্ধ পলিথিনসহ যেসব জিনিষ পরিবেশের জন্য ক্ষতিকর তা উৎপাদন, বিক্রয়, মজুদ রাখার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় তিনি সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে এবং পলিথিন ব্যাগ ব্যবহার পরিহারের আহ্বান জানান।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 25, 2020 12:53 pm by প্রতি সময়