কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফের মৃত্যুর শোক পরিবার ও উপজেলাবাসী কাটিয়ে না উঠতেই ওই আসনের মনোনয়ন প্রত্যাশির ডামাঢোল বেঁজে উঠেছে।মরহুম আলী আশরাফের স্মরণ সভায় যোগদানের নামে আশরাফপুত্র টিটু মনোনয়ন প্রত্যাশি এমনটাই জানান দিল চান্দিনা উপজেলা যুবলীগের ব্যানারে অনুষ্ঠিত মোটরসাইকেল শোভাযাত্রা।
শুক্রবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বেশ ক’জন সিনিয়র নেতা শোকের মাস আগষ্টে এবং করোনা মহামারির বর্তমান কঠিন সময়ে এধরণের মোটরসাইকেল শোভাযাত্রার ঘটনায় বিব্রতবোধ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন।অপরদিকে এঘটনায় জেলা জুড়ে চলছে সমালোচনা।
জানা যায়, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মারা যান।এরপর কুলখানির সময় পার না হতেই শুরু হয় ওই আসনের প্রার্থীতা নিয়ে আলোচনা।গত বুধবার চান্দিনার দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয়ে মরহুম আলী আশরাফের স্মরণে আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান।আর এ অনুষ্ঠান ঘিরে প্রয়াত এমপি আলী আশরাফপুত্র চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত যুবলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করেন। শোভাযাত্রাটি অনুষ্ঠানস্থলে যাওয়ার আগে চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। এসময় মোটরসাইকেল শোভাযাত্রা থেকে থেকে মুনতাকিম আশরাফ টিটুর পক্ষে স্লোগান দেওয়া হয়।এধরণের ঘটনায় কুমিল্লা জেলায় সমালোচনার ঝড় উঠে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মু. রুহুল আমিন বলেন, আমি মোটরসাইকেল শোভাযাত্রার কথা শুনি নাই।তবে যদি কেউ এমন আয়োজন করে থাকে তাহলে ভুল করেছে।শোকের মাসে দলীয় লোকজনের এমন আয়োজন খুবই দৃষ্টিকটু।
চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন, যুবলীগের অতিউৎসাহী নেতাকর্মীরা এমন কাজ করেছে। যা নিঃসন্দেহে দৃষ্টিকটু। সাংগঠনিকভাবে আমরা এ বিষয়ে নিন্দা জানিয়েছি।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 6, 2021 7:41 pm by প্রতি সময়