ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ১৫টি দোকান এবং ৯টি গোডাউন পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং স্থানীয়রা মিলে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। চান্দিনা বাসস্ট্যান্ডের দক্ষিণ-পূর্ব পার্শ্বের মাতৃভান্ডার নামে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশের একটি মিষ্টি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাত অনুমান ২টার দিকে ওই দোকান থেকে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকান ও ৯টি গুদাম পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, আগুনের সূত্রপাত এখনও বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট, সদর ও সদর দক্ষিণ থেকে আরও দুটি ইউনিট সহ মোট চারটি ইউনিট কাজ করেছে। ক্ষয়ক্ষতি এখনে নিরূপণ করা হয়নি।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকানীদের জান-মালের নিরাপত্তায় প্রশাসন কাজ করেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
Last Updated on November 16, 2023 6:05 pm by প্রতি সময়