ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লায় অনুষ্ঠিত হবে চান্দিনা, হোমনা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন। ভোট গ্রহণ হবে ৫ জুন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চান্দিনা উপজেলায় চেয়ারম্যান পদে ৭ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী, হোমনা উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী এবং চৌদ্দগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ১, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেন।
চান্দিনা উপজেলায় চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হলেন- উপজেল আওয়ামী লীগ সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মো. মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বারী মজুমদার মুকুল, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, মো. নিজামুল এহসান মজুমদার পাপন, সাবেক বিএনপি নেতা মফিজ উদ্দিন ভূইয়া।
ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী হলেন মো. ফারুক হোসেন পাটোয়ারী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি এড. মো. মহি উদ্দিন, উপজেলা কৃষকলীগ নেতা আলী এরশাদ, মো. জসীম উদ্দিন ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা মো. বাহার উদ্দীন, মো. আল আমিন সরকার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন- নাজমা আকতার চৌধুরী, মোসাম্মৎ জান্নাতুল ফেরদ্উাস, রুবি আক্তার, কুহিনুর আক্তার।
হোমনা উপজেলায় চেয়ারম্যান ৩ প্রার্থী হলেন- একেএম সিদ্দিকুর রহমান আবুল, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ এর স্ত্রী বর্তমান উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, মো. শহীদ উল্লাহ। ৩জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- মো. মনিরুজ্জামান, মোহাম্মদ মকবুল হোসেন, মো. নাছির উদ্দিন পাঠান। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- শিউলী আক্তার ও নাজমা আক্তার।
চৌদ্দগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন- মো. তৌহিদুল ইসলাম, রহমত উল্লাহ, একেএম গোলাম ফারুক। ভাইস চেয়ারম্যান পদের একমাত্র প্রার্থী হলেন মো. ইসহাক খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদের ২ প্রার্থী হলেন হাজেরা আক্তার ও রহিমা আক্তার।
তফসিল অনুযায়ী ১২ মে যাচাই-বাছাই, ১৯ মে প্রার্থীতা প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দ এবং ৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Last Updated on May 10, 2024 5:47 pm by প্রতি সময়