কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য কুমিল্লায় ৫ টন লবণ বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে চামড়া সংগ্রহকারী, সংরক্ষণকারী, চামড়া ব্যবসায়ীদের মাঝে লবণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকে কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান কোরবানির চামড়া যথাযথ ভাবে সংরক্ষণে চামড়া সংরক্ষণকারীদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
তিনি বলেন, সংরক্ষণের অভাবে একটি চামড়াও যেন নষ্ট না হয় সেজন্য আমাদের লবণ বিতরণ অব্যাহত থাকবে। এ ছাড়া শুক্রবার সকালে কুমিল্লা নগরীর গাংচর ঋষি পল্লীতে ১৬০ জন অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী দেয়ারও ঘোষণা দেন তিনি।
জেলা প্রশাসক আরও জানান, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে চামড়া সংগ্রহকারী, সংরক্ষণকারী, চামড়া ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন মাদরাসায় যারা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করে থাকেন তাদের নিয়ে একাধিক সভা করে বিষয়টি সমন্বয় করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 22, 2021 8:36 pm by প্রতি সময়