বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন বুড়িচং নিমসার বাজারে সিএনজির জিবির টাকা আদায় নিয়ে দুই ভাইয়ের একজনকে পিটিয়ে হত্যা অপরজনকে আহত বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা ও স্বাধীন-সার্ভভৌম বাংলাদেশ : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্কাউটিং সম্প্রসারণের স্বীকৃতিস্বরুপ রৌপ্য ইলিশ’ পদক পেলেন রুহুল আমিন

চারটার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এলেন সাতটায়, মাদরাসা শিক্ষার্থীরা বাড়ি রওয়ানা হয়েছে আটটায়

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৩২ দেখা হয়েছে

বিকেল চারটায় মাদরাসার ভবন উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য। আর তাই শিক্ষার্থীদের দুপুরের পর থেকেই মাদরাসা প্রাঙ্গণের অনুষ্ঠানে স্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেন প্রতিষ্ঠান প্রধান। বিকেল গড়িয়ে সন্ধ্যা ৭টার দিকে সংসদ সদস্য আসেন অনুষ্ঠানস্থলে। কিন্তু দীর্ঘক্ষণ দুপুরের খাবার না খাইয়ে অনুষ্ঠানস্থলে বসিয়ে রাখা শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ বোধ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আসার আগ মুহূর্তে অসুস্থবোধ করা বেশ কিছু শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন মাদরাসা অধ্যক্ষ। আর বাকি শিক্ষার্থীদের নিয়ে ভবন উদ্বোধনের অনুষ্ঠান চলে রাত আটটা পর্যন্ত। রাতে ছাত্ররা কোনরকমে বাড়ি ফিরলেও ভয় আর শঙ্কা নিয়ে রাত আটটার পর অনুষ্ঠানস্থল থেকে বাড়ি ফিরতে হয়েছে মাদরাসা ছাত্রীদের।

 

ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার লহ্মীপুর সিনিয়র মাদরাসার চারতলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে। স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা. প্রাণ গোপাল দত্ত প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ৭ মার্চ বিকেল চারটার দিকে মাদরাসার একটি ভবন উদ্বোধনের সময় নির্ধারণ থাকলেও তিনি রাজনৈতিক কর্মসূচির কারণে মাগরীবের পর সন্ধ্যা সাতটার দিকে অনুষ্ঠানস্থলে আসেন এবং অনুষ্ঠান চলে রাত প্রায় আটটা পর্যন্ত। এদিকে ভবন উদ্বোধনের দিন দুপুর থেকে দীর্ঘসময় অনুষ্ঠানে বসে থেকে অনেক শিক্ষার্থী অস্বস্তি ও অসুস্থ বোধ করার বিষয়টি নিয়ে গত দুইদিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলতে থাকে।

 

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ বলেন, এমপি মহোদয় উপজেলা সদরে ৭ মার্চের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন, তিনি বিকালে আসার কথা থাকলেও ব্যবস্ততার কারণে মাগরিবের পড়ে সন্ধ্যায় এসেছেন। অনুষ্ঠান বিলম্বে হবে জানতে পেরে ছোট শিক্ষার্থীদের (৬ষ্ঠ-৭ম) বাড়ি পাঠিয়ে দেয়া হয়। তিনি আরও বলেন, অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মাদরাসা থেকে খাবারের ব্যবস্থা করা হয়নি, বিরতির সময় অনেকেই বাড়ি থেকে খেয়ে এসেছে।

 

একাধিক অভিভাবক জানান, সকাল ৯টায় অনেকেই বাড়ি থেকে মাদরাসার ক্লাশে যায়। দুপুরে মাদরাসা ছুটির পর তাদের অনুষ্ঠানে থাকার জন্য বসিয়ে রাখা হয়। শুনেছি বিকেলে মধ্যে অনুষ্ঠান শেষ হবে। কিন্তু রাত আটটার পরে ছেলে-মেয়েরা বাড়ি ফিরেছে। মেয়েরা ভয়ভীীত নিয়ে রাতে বাড়ি ফিরেছে। তাদের বাড়ি ফিরতে মাদরাসা থেকে কোন গাইডেন্স ছিল না। এভাবে শিক্ষার্থীদের ঘন্টার পর ঘন্টা রাত পর্যন্ত বসিয়ে রেখে অনুষ্ঠান করা অমানবিক। এব্যাপারে সবাইকে সময় সচেতন হওয়া উচিত বলে অভিবাবকরা মন্তব্য করেন।

এ বিষয়ে এমপি ডা. প্রাণ গোপালের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

Last Updated on March 9, 2023 7:22 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102