বেশ কিছুদিন ধরেই কুমিল্লার নগরী ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে খুব কৌশলে ইয়াবা বিক্রি করে আসছিল ভারতীয় নাগরিক মহিম উদ্দিন ও বাংলাদেশি ফুফাতো ভাই হাসান। অবশেষে
কুমিল্লা নগরীরপ্রাণকেন্দ্র কান্দিরপাড় টাউনহল গেইটে ইয়াবা বিক্রির সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য চার লক্ষাধিক টাকা।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বুধবার জানান, আটক দুই আসামির একজন ভারতীয় নাগরিক। তার নাম মহিম উদ্দিন। সে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজালা জেলার সোনামুড়া উপজেলার কুলুবাড়ি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তার কাছ থেকে ভারতীয় একটি পরিচয় পত্র (আদার কার্ড) জব্দ করা হয়েছে।অপর আসামীর নাম মোঃ হাসান ভূঁইয়া। সে কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিষ্ণুপুর (ভূঁইয়া বাড়ী) গ্রামের মিছিল মিয়ার ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
ডিবি ওসি আরও জানান, মহিম উদ্দিনের বাড়ী ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া হলেও সে পাসপোর্ট ব্যতিত অবৈধ উপায়ে নিয়মিতভাবে বাংলাদেশে আসা যাওয়া করে থাকে। ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মহিম তার বাংলাদেশী ফুফাতো ভাই হাসানকে সরবরাহ করে থাকে। মঙ্গলবার দুপুরে মহিম ও হাসান কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে টাউন হল গেটের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করলে তাদের আটক করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Last Updated on September 21, 2022 4:22 pm by প্রতি সময়