শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাঈদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুরাদনগরে মানববন্ধন মনোনয়ন না দেওয়ায় ব্যারিস্টার মামুন সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে : কুসিকের সাবেক কাউন্সিলরগণ ঠোঁটে লিপস্টিক পরা হলো না আদিবার কুমিল্লার একই পরিবারের ৫ জনের কক্সবাজার আনন্দযাত্রা সড়কেই শেষ কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে : তথ্য উপদেষ্টা  শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুমিল্লার নয়টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুটির সিদ্ধান্ত পরে চান্দিনায় পুকুরে ডুবে প্রাণ গেলো ১৪ মাস বয়সী আরিয়ানের  মুরাদনগরে তিনটি গ্যাসফিল্ড, কিন্তু আবাসিক খাতেই বঞ্চিত লক্ষাধিক পরিবার সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র এখনও নিরাপদ নয় # নির্যাতিত দশ সাংবাদিককে সম্মাননা দিল সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা দৈনিক আজকের জীবন সবসময় সাহসী ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা চান্দিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে চান্দিনা থেকে শ্যালকের শিশুপুত্রকে অপহরণের একদিন পর উদ্ধার চান্দিনায় প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানের বিরুদ্ধে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ দাউদকান্দিতে গরু চোর চক্রের চার সদস্য আটক মুরাদনগরে নিখোঁজের সাতদিন পর শিশু মীমের লাশ মিললো ডোবায়, হাত ও গলায় রশি প্যাঁচানো সদর দক্ষিণে ঘর পোড়ানোর মামলা করে আসামিদের হুমকির মুখে বাদী জালিয়াতি করে নাম স্বাক্ষর ব্যবহার করায় বুড়িচং উপজেলা বিএনপি সভাপতির ক্ষোভ চান্দিনায় স্বর্ণ ও সঞ্চয়ের কোটি টাকা নিয়ে লাপাত্তা পর্শীয়া জুয়েলার্সের প্রদীপ

চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, ইউপি মেম্বারকে দুষলেন চেয়ারম্যান

রায়হান চৌধুরী, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৫ দেখা হয়েছে

একটি পরিবারের দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ দেওয়ায় কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্বধইর (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন নবীয়াবাদ গ্রামের মৃত আবদুস ছোবহানের দুই মেয়ে বাসনা বেগম ও শিউলি আক্তার। তবে দুইজনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ প্রদানের বিষয়ে স্থানীয় ইউপি মেম্বারকে দুষলেন চেয়ারম্যান।

 

ওয়ারিশ সনদ থেকে নাম বঞ্চিত দুই বোন অভিযোগে উল্লেখ করেন, তাদের পিতা আবদুস ছোবহান মারা যাওয়ার সময় তিন পুত্র, ছয় কন্যা, ও স্ত্রী রেখে যান। গত ৪ জুন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল রহিম পারভেজ ওই পরিবারের দুই কন্যা ওয়ারিশকে বাদ দিয়ে পরিবারের অন্যদের নামে একটি ওয়ারিশ সনদপত্র প্রদান করেন।

 

ওই ওয়ারিশ সনদপত্র প্রদানের ক্ষেত্রে পূর্বধইর পশ্চিম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল রহিম পারভেজ ও ৯ নং ওর্য়াড মেম্বার শফিকুল ইসলাম রহস্যজনক কারণে আবদুস ছোবহানের দুই কন্যার নাম বাদ রেখেছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়।

 

অভিযোগে বলা হয়, মৃত আবদুস সোবানের স্থায়ী, অস্থায়ী সম্পত্তি তার ছেলে শাহআলম, শাহজাহান, মিজানুরসহ অন্য চার কন্যা ভোগ দখল করছে।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, নাম বঞ্চিত দুই বোন চেয়ারম্যান ও মেম্বারের নিকট অনেক ঘুরাঘুরি করলেও তাদেরকে কোন ওয়ারিশ সনদ না দেওয়ায় বিষয়টি নিয়ে তারা উপজেলা নিবার্হী কর্মকতার কাছে চেয়ারম্যানের নামে লিখিত অভিযোগ দেন।

 

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, মৃত ব‍্যক্তির যতজন সন্তান আছে ওয়ারিশ সনদে সকলের নাম অন্তর্ভুক্ত করতে হবে। ভুক্তভোগী ওয়ারিশরা আদালতে মামলা করতে পারবেন।

 

পূর্বধইর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সফিকুল ইসলাম বলেন, অনেকদিন আমি বিদেশ ছিলাম। গ্রামের অনেকের সাথে আমার পরিচয় কম থাকায় ওয়ারিশ সনদে সুপারিশ করাটা আমার ভুল ছিল। আমার ওয়ার্ডের লোক এসে আটজনের নাম দিয়ে ওয়ারিশ সনদ চাইছে তারা যে ওয়ারিশদার দশজন আছে তা আমার জানা ছিল না।

 

পূর্বধইর পশ্চিম ইউপি’র চেয়ারম্যান মোহাম্মদ আবদুল রহিম পারভেছ বলেন, সকল ওয়ার্ড মেম্বারগণ ইউনিয়ন পরিষদ থেকে নিজ নিজ দায়িত্বে ওয়ারিশ সনদপত্রের আবেদন নিয়ে তদন্ত করেন। আমার ইউনিয়নের কোন ওয়ার্ডে যেয়ে যাচাই বাছাই করা আমার পক্ষে সম্ভব হয় না বলে তাদের তদন্ত প্রতিবেদন পেলে আমি ওয়ারিশ সনদ প্রদান করি। আমি পরস্পর শুনেছি ৯নং ওয়ার্ডের সফিকুল ইসলাম মেম্বার উৎকোচ বাণিজ্যের মাধ্যমে তথ‍্য গোপন করে আমাকে হয়রানি করার জন‍্য এই ওয়ারিশ সনদটি করিয়েছে।

 

 

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, সঠিক প্রক্রিয়ায় ওয়ারিশ সনদ না দেওয়ার কারনে পূর্বধইর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আবদুল রহিমের বিরুদ্ধে আমার দপ্তরে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। ভুক্তভোগীরা সঠিকভাবে ওয়ারিশ সনদ না পেলে উত্তরাধিকার আইন অনুযায়ী ওয়ারিশগণ তাদের প্রাপ্যতা থেকে বঞ্চিত হয়। আমি এই অভিযোগটি সঠিকভাবে তদন্ত প্রতিবেদন প্রেরন করার জন‍্য সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রেরন করেছি। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!