চৈত্রের অল্প বৃষ্টিতেই কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সদর এলাকার সড়কে হাঁটুসমান পানি। সদরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো বৃষ্টির পানিতে চরম জলাবদ্ধতার রূপ নিয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। সড়কের দুই পাশে জায়গাগুলো উঁচু করে ফেলায় এবং খাল, নালা ভরাট ও সংকীর্ণ হওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান সড়কের দুই পাশে মার্কেট, দোকান ও আবাসিক ভবনের সামনে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতে সড়কে পানি জমে দুরাবস্থা সৃষ্টি হচ্ছে।
রোববার রাতে বৃষ্টির পর সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার ভিশন হাসপাতালের সামনের (ব্রাহ্মণপাড়া-কুমিল্লা) সড়কটি চৈত্রের অল্প বৃষ্টিতেই পুকুরে রূপ নিয়েছে। বিপদজনক অবস্থায় যানবাহন চলাচল করছে। পানিতে ডুবে থাকা রাস্তায় দুটি মাছের গাড়ি উল্টিয়ে গেলে, সব মাছ রাস্তার পানিতে ছড়িয়ে যায়। এসব মাছ ধরতে স্থানীয় লোকজন সড়কের পানিতে জাল ফেলছে।
ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান মো. জহিরুল হক বলেন গতকাল রোববার থেকে সাধারণ মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি।
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন বলেন, সড়কের দুই পাশে উচু স্থাপনার মাটি ভরাটের কারণে পানি সরতে পারছে না। সামনে ঝড় বৃষ্টির মৌসুম আসছে, যাতে সড়কটিতে জলাবদ্ধতা না হয় এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
Last Updated on March 25, 2024 7:56 pm by প্রতি সময়