কুমিল্লার চৌদ্দগ্রামে অটোরিকশা চালক শিমুল হত্যার রহস্য উদঘাটন করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। রবিবার (১৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত ৫জনকে আটক করে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অটোচালক শিমুলের হত্যার কারণ।
আটককৃতরা হলো, চৌদ্দগ্রাম উপজেলার পেচাইমুড়ি এলাকার সুমন মিয়ার ছেলে সাইমন (১৬), চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম শ্রীপুর এলাকার হারুন আর রশিদের ছেলে আব্দুল মান্নান(২৪), বাবুল মিয়ার ছেলে বাপ্পি (১৪), একই উপজেলার রামরায় গ্রাম এলাকার দুদু মিয়া ছেলে রবিন (২২) ও মৃত আলমগীর মিয়ার ছেলে সৈকত (১৬)।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, আটকরা অটোচালক শিমুলের বন্ধু। তারা কৌশলে অটোরিকশাটি ছিনতাই করতে গিয়ে শিমুলকে গত ২২ জুন শ্বাসরোধে মেরে ডোবায় ফেলে দেয়। ২৪ জুন দুপুরে উপজেলার হায়দারপোল এলাকার ডোবা থেকে অটোচালক শিমুলের লাশ উদ্ধার করে পুলিশ। এদিন এঘটনায় নিহতের পিতা সুমন ড্রাইভার মামলা করেন। গত রবিবার রাতে পুলিশ এঘটনায় জড়িত ৫ জনকে আটক করে। আটকরা হত্যার কথা স্বীকার করে এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জিজ্ঞাসাবাদে প্রকাশ করে।
Last Updated on August 14, 2023 7:01 pm by প্রতি সময়