মাদক পাচারে পরিবহনের ধরন পাল্টেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গন্তব্যে যেতে পারল না সোহাগ নামের এক মাদক কারবারি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে মোটরসাইকেল চালিয়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্য বহনকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হয় মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ নামের ওই মাদক কারবারি।
গ্রেফতার সোহাগ জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকৃষ্ণ নগর গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে। শুক্রবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
ডিবি ওসি রাজেস বড়ুয়া জানান, মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ ঢাকা-চট্টগ্রাম সড়কের পদুয়ার বাজার এলাকা দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। এসময় তাকে সংকেত দিয়ে থামানো হয়। পরে তার দেহ তল্লাশী করে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
Last Updated on September 8, 2023 10:29 pm by প্রতি সময়