গোপন বৈঠক করার সময় জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ। বুধবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামের একটি বাড়ি থেকে ওই পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৯ জুলাই) তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতাররা হলেন- চিওড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি জালালউদ্দিন টিপু (৪৩), সেক্রেটারি নাজমুল হক বাবর (৪৮), ধোড়করা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি অলিউল্ল্যাহ লিটন (৪০), একই ইউনিয়নের ডিমাতলী মধ্যমপাড়া গ্রামের সৈয়দ আহাম্মেদের ছেলে রফিকুল ইসলাম দুলাল (৩৪), চরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহানেওয়াজ কাজল (৫৬)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে জানান, গোপন বৈঠক চলাকালে বুধবার বিকেলে উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামে জামায়াতের সভাপতি জালালউদ্দিন টিপু বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় টিপুসহ পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জামায়াতের সদস্য ফরম ও লিফলেট জব্দ করা হয়। রাতে তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 29, 2021 8:40 pm by প্রতি সময়