কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে আরাফাত ইসলাম ফায়াজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২০ আগস্ট) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে শিশুর বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের মো: বাবু ও ফারজানা আক্তারের ছেলে। একমাত্র ছেলের মৃত্যুতে পুরো পরিবারে এখন শোকের ছায়া।
আরাফাত ইসলাম ফায়াজের মামা মো: মাসুম জানান, সাড়ে তিন বছর বয়সী ফায়াজ রবিবার সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার শেষে ডাক্তারের কাছে নেয়া হয়। পরে ডাক্তার ফায়াজকে মৃত ঘোষণা করেন।
Last Updated on August 20, 2023 10:03 pm by প্রতি সময়