কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর দক্ষিণ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া দুই শিশু হলো সোনাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে আবদুর রহমান ফাওয়ায়েজ (৮) ও জালালের ছেলে ফাহমিদ (৮)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।
শিশু ফাওয়ায়েজের বাবা বেলাল হোসেন বলেন, ফাওয়ায়েজ ও ফাহমিদকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের মসজিদের পুকুরের ঘাটে দুজনের গেঞ্জি এবং প্যান্ট দেখতে পাই। এতে আমাদের সন্দেহ হলে পুকুরে নেমে খোঁজ করি। এ সময় ডুবন্ত অবস্থা দুজনকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ফাহমিদ ও ফাওয়াজ সম্পর্কে চাচাতো ভাই। তারা সাতার জানতো না। বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে।
Last Updated on July 28, 2022 10:51 pm by প্রতি সময়