সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মাদক সেবনের লাইভ ভিডিও প্রচার করছিলেন এক যুবক। এতে সে বিভিন্নজনকে গালি দিচ্ছিলো। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তাকে আটক করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
শুক্রবার (৪ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মো. ইসমাইল হোসেন নয়ন। সে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইব্রাহীম খলিলের ছেলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক মাদক সেবন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনিক দায়িত্বশীল কর্মকর্তাদের গালিগালাজ করছেন।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ইসমাইল হোসেন নয়ন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চৌদ্দগ্রাম কাঁচা বাজারে ফেসবুক লাইভে এসে মাদক সেবন করে বিভিন্ন জনকে গালমন্দ করছে এবং বিভিন্ন নেতিবাচক কথা বলছে।
পরে তাকে বাজার থেকে মাদকের বোতলসহ আটক করা হয়। ঐদিন সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনারন (ভূমি) তমালিকা পাল জানান, প্রকাশ্যে মাদকসেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদন্ড ও ১শত টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
Last Updated on August 4, 2023 9:27 pm by প্রতি সময়