কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বয়োঃবৃদ্ধ বাবা ও ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করলেও চারদিনে কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) হামলাকারীদের গ্রেফতার ও ন্যায় বিচারের দাবী জানিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামবাসী।
এ বিষয়ে ৮৫ বছর বয়সী আবদুল বারি জানান, রবিবার বিকেলে জায়গা জমি বিরোধের জের ধরে তার উচ্ছৃঙ্খল ছেলে ইমাম হোসেন, তার শ্বশুর ও স্ত্রী তাকে ও অপর ছেলে ইউসুফকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে। মাথায় গুরুতর আঘাতের কারণে ইউসুফ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। তিনি জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ চন্দ্র সাহা জানান, অভিযোগের তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Last Updated on October 5, 2023 6:59 pm by প্রতি সময়