কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘতিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) সকালে উদ্ধার হওয়া নিহত যুবকের নাম ইয়াছিন আরাফাত। সে নোয়াখালী সেনবাগের বিরাহীমপুর এলাকার আবুল খায়ের ছেলে।
শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন বলেন,সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।।ধারনা করা হচ্ছে ভোর রাতে যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Last Updated on August 25, 2023 10:21 pm by প্রতি সময়