কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদের দিন মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে অজ্ঞাত প্রাইভেটকারের চাপায় প্রাণ গেলো ভাগ্নের। তাঁর নাম জাকারিয়া (২৪)। সে চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার(২৯জুন) ঈদের দিন দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্প্রতিবার দুপুরে মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় জাকারিয়া। হাড়িসর্দার বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত প্রাইভেটকার চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার টিপু রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
Last Updated on June 29, 2023 9:06 pm by প্রতি সময়