কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ফেনী ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাদেকা সারোয়ার রাইয়ান (১৫) নিহত হয়েছে।
এঘটনায় নিহতের বাবা ল্যাপটেন্টে কর্নেল গোলাম কিবরিয়া সারোয়ার, মা মেজর শামীমা সুমিসহ আরো ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ফেব্রুয়ারী) বিকাল উপজেলার বাতিসা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাডেট কলেজের সাদেকা সারোয়ার রাইয়ান কে বহনকারী ফেনী অভিমুখি দ্রুতগামী মাইক্রো (ঢাকা মেট্রো ঘ ১৮-৮১৮২) গাড়ীটির চাকা ফাংচার হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে ধাক্কা দেয়।এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়, মাক্রোবাসটিতে থাকা সকলেই আহত হন।ফায়ার সার্ভিসের সহযোগিতা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে শিক্ষার্থী সাদেকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।আহতদের প্রাথমিক চিকিৎসার দিয়ে কুমিল্লা সিএমএইচএ পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট করে নিহত সাদেকার মরাদেহটি সিএমএইচএ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।
Last Updated on April 28, 2023 9:02 pm by প্রতি সময়