কুমিল্লার চৌদ্দগ্রামের কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক মাদক কারবারি ওই গ্রামের মৃত. লুতু মিয়া ছেলে জাহাঙ্গীর হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেস বড়ুয়া মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫৪ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Last Updated on February 20, 2024 6:24 pm by প্রতি সময়