কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে ১৭৬ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও হেল্পার কৌশলে পালিয়ে যায়।
রোববার (১৯ নভেম্বর) থানার এসআই আব্দুল কুদ্দুস ও সঙ্গীয় ফোর্সসহ রাত ২টা ৫৫ মিনিটে চৌদ্দগ্রাম থানার ১৩নং জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘরিয়ায় ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়ক সংলগ্ন মেসার্স ময়নামতি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট ডিউটি করার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি পণ্যবাহী ট্রাক থামানোর জন্য সংকেত দেয় পুলিশ।
কিন্তু সংকেত অমান্য করে কিছুদূর গিয়ে চালক ও হেল্পার ট্রাক ফেলে পালিয়ে যায়।
এ সময় পুলিশ ট্রাকটি তল্লাশি করে সাতটি চটের বস্তায় মোড়ানো ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করে।এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on November 19, 2023 5:18 pm by প্রতি সময়