কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখীল ফাঁড়ি পুলিশের একটি দল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরতলীর চানপুর ব্রীজ এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ওই দুই মাদক ববসায়ী একটি সিএনজি অটোরিকশায় ছিল। এসময় তাদের কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর কবিরাজবাড়ির মোখলেছুর রহমানের ছেলে জসিম উদ্দিন ওরফে নায়ক জসিম (৩৮) এবং একই ইউনিয়নের বাচিয়া মুহুরীবাড়ির কামাল মিয়ার ছেলে জাকির হোসেন মিন্টু (৩৮)।
আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জলহাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোতয়ালী থানাধীন ছত্রখীল ফাঁড়ি পুলিশের এসআই শরীফুর রহমানের নেতুত্বে একটি দল বুধবার গভীর রাতে চাঁনপুর ব্রীজের দক্ষিণ পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থেকে জসিম ও জাকির নামের দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর তাদের কাছ থেকে ৬শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
Last Updated on April 8, 2021 6:19 pm by প্রতি সময়