কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের পদবীধারী দুই নেতাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে কুমিল্লা জেলা (উত্তর) আওয়ামী লীগ। দলের জরুরি সভার সিদ্ধান্তক্রমে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল ও দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরানুল আরেফিন ইমুকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করতে কেন্দ্রীয় ছাত্রলীগে সুপারিশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৬ মার্চ) কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার জানান, ঐতিহাসিক ৭ই মার্চের প্রোগ্রাম থেকে ফেরার পথে দেবিদ্বারের এমপি আবুল কালাম আজাদের ইন্ধনে ছাত্রলীগ নেতারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বয়োজ্যেষ্ঠ নেতা ম. রুহুল আমিনের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক। আমরা জরুরী সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করেছি। আমি মনে করছি কেন্দ্রীয় ছাত্রলীগ এই ন্যাক্কারজনক ঘটনার উপযুক্ত ব্যবস্থা নিবে। এছাড়া কুমিল্লা-৪ (দেবিদ্বার) এমপি আবুল কালাম আজাদকে দলীয় পদ থেকে অব্যহতির পর তাকে স্থায়ী বহিস্কারের দাবি জানানো হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা সভাপতি ম. রুহুল আমিন জানান, আমার উপর হামলার পর দেবিদ্বারের এমপি আবুল কালাম আজাদ কে দলীয় পদ থেকে অব্যহতি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের বিষয়ে সবাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ৭ মার্চের হামলার ঘটনায় যুক্ত থাকা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগে সুপারিশ করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ।
Last Updated on March 26, 2024 8:30 pm by প্রতি সময়