হিজাব কেটে দেওয়ার অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে কুমিল্লা নগরীর কুচাইতলিতে অবস্থিত মেডিকেল কলেজ সংলগ্ন কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
ওই ইন্সটিটিউটের এক ছাত্রীর হিজাব কেটে দেওয়ায় বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে আন্দোলনে নামে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। তারা শিক্ষক বয়কট বিচারের দাবি জানিয়ে প্লে কার্ড নিয়ে ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এর আগে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ইন্সটিটিউটের ছয় শিক্ষককে কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের ২য় বর্ষের এক ছাত্রীর হিজাব কেটে দেন ইন্সটিটিউটেরই এক শিক্ষক। রাতে এ খবর জানার পর তারা আজ বুধবার সকাল থেকে ওই শিক্ষক ও তার সাথে জড়িতদের ইনস্টিটিউট থেকে বহিষ্কার ও বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন।
কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ আকবরী খানম এ বিষয়ে পরে কথা বলবেন বলে গণমাধ্যমকে জানান।
Last Updated on January 24, 2024 6:43 pm by প্রতি সময়