-রমজান মাস জুড়েই বলাৎকার করে আসছিল" />
গেলো রমজান মাস থেকেই চট্টগ্রামের লোহাগাড়ায় একটি হিফজ ও এতিমখানাতেই ৯ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকার করে আসছিল আল মোজাহিদ (২১) নামে এক হিফজ শিক্ষক। ঘটনাটি ওই ছাত্রের পরিবারের মাধ্যমে প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পরে থানায় অভিযোগ হওয়ার পর পুলিশ হিফজখানার শিক্ষক আল মোজাহিদকে আটক করে।
বুধবার (২৬ মে) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দুর্লভের পাড়ার একটি হিফজ ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়। মোজাহিদ ওই এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের পুত্র।
পুলিশ জানায়, গত রমজান থেকে মোজাহিদ নামে ওই শিক্ষক এক ছাত্রকে বলাৎকার করে আসছিলেন। বুধবার সকালে ভুক্তভোগী ছাত্রকে তার মা হিফজখানায় যাওয়ার কথা বললে সে কান্নাকাটি শুরু করে দেয়। কান্নার কারণ জানতে একপর্যায়ে ছাত্রটি ওই শিক্ষকের বলাৎকারের কথা জানায়।
বিষয়টি নিয়ে ছাত্রের পরিবার প্রথমে স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেন। এরপর চেয়ারম্যান থানায় অবহিত করার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে আল মোজাহিদ নামের হিফজখানার শিক্ষককে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু গণমাধ্যমকে বলেন, লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন থেকে বলাৎকারের অভিযোগে এক হিফজ ও এতিমখানার শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on May 27, 2021 11:59 am by প্রতি সময়