কুমিল্লায় যাত্রীবেশে বাস উঠে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাবেয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলো-মোহাম্মদ রুবেল (২৭) ও মোহাম্মদ আলামিন (৩১)। এসময় আরেক ছিনতাইকারী মোহাম্মদ শিশির (৩৫) পালিয়ে যান।
এ তথ্য সোমবার (২৯ মে) সকালে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে ঢাকা থেকে কুমিল্লার হোমনা উপজেলাগামী একটি বাসে মদনপুর থেকে যাত্রীবেশে তিন যুবক ওঠেন। একপর্যায়ে তারা বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ভবেরচর এলাকায় নেমে যেতে চাইলে বাসের যাত্রীরা রুবেল ও আলামিনকে আটক করেন। এসময় শিশির গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।
এসপি রহমত উল্লাহ বলেন, পরে ৯৯৯-এ ফোন পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার টহল দল রাবেয়া ফিলিং স্টেশনের সামনে বাসটি থামিয়ে ওই দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নিতে তাদের দাউদকান্দি মডেল থানায় পাঠানো হয়েছে।
Last Updated on May 29, 2023 5:34 pm by প্রতি সময়