মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মুরাদনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান চলছে খোলা জায়গায় দ্বীনি শিক্ষা বিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সোনালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা হোটেল ডায়নার ওয়েটার তফাজ্জল দুই বার বিসিএসে উত্তীর্ণ কন্যার গর্বিত পিতা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা রাখার আহ্বান হাসনাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৬ লক্ষাধিক টাকার মৃত্যু দাবির চেক পেলেন নমিনী দেলোয়ার ও নাজমুলের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ কৃষি উদ্যানে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস করলো কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ নেই : কুমিল্লার সম্মেলনে আমিরে জামায়াত এক ময়লার ভাগাড়ে ‘নরক যন্ত্রণায়’ দশ গ্রামের মানুষ * রিসাইক্লিং ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ * সুখবর নেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রকৃত গণমাধ্যম কর্মীরাই পারে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে: বরকত উল্লাহ বুলু স্বৈরাচারী হাসিনা মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার স্বৈরাচারী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল ভারত : বিএনপি নেতা হাজী ইয়াছিনন কুবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন গ্রেফতার কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার

ছোট দেশের বড় নেতা শেখ হাসিনা তাই হিংসা ও ষড়যন্ত্র চলছে : এমপি বাহার

দেলোয়ার হোসেন জাকির
  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৫২ দেখা হয়েছে

যুক্তরাজ্যের লন্ডনে কুমিল্লা প্রবাসীদের আয়োজনে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষনার দাবিতে গণস্বাক্ষার সংগ্রহ ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, বিশ্বে ছোট্র একটি দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেতা হয়ে উঠেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আজ অনেক মজবুত। ছোট দেশের রড় নেতা শেখ হাসিনা। তাই অনেকে হিংসা করেন, ষড়যন্ত্র করেন শেখ হাসিনাকে থামাতে হবে।

রবিবার (৯ জুলাই ) লন্ডন সময় বিকেল ৫টায় লন্ডনের রয়েল রিজেন্সি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত কুমিল্লার প্রবাসীরা যুক্তরাজ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নাগরিক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার আরও বলেন এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। শেখ হাসিনাকে আটকে রাখা যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা। এখন ৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন।

 

প্রবাসীদের জমকালো অনুষ্ঠানে দীর্ঘ বক্তৃতার শুরুতে শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে এমপি বাহার বলেন, একজন বঙ্গবন্ধুই দীর্ঘ সময় লড়াই সংগ্রাম শেষে বাংলাদেশ স্বাধীন করেছেন। দেশ স্বাধীনের পর স্বল্প সময়ে বিদ্ধস্ত বাংলদেশ গঠনের কাজ শুরু করেন বঙ্গবন্ধু। দ্রুত সময়ে বঙ্গবন্ধুর হাতে বদলে যেতে থাকে বাংলাদেশ।

 

এমপি বাহার জাতির পিতার দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, তখনই তিনি বেতবুনিয়ায় স্যাটেলাইট উৎক্ষেপনের কাজ শুরু করেছিলেন, পদ্মা সেতু, পারমানবিক পাওয়ার প্লান্ট সহ বাংলাদেশের উন্নয়নের সকল উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু স্বাধীনতাযুদ্ধে পরাজিত পাকিস্তানি দোসর আর রাজাকাররা ষড়যন্ত্র করে বাংলাদেশকে এগুতে দেয়নি। ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রকারিরা স্বপরিবারে হত্যা করে। আটকে যায় বাংলাদেশের অগ্রযাত্রা। দীর্ঘ সময় পরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারো ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, যুক্তরাজ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নাগরিক কমিটির প্রধান উপদেষ্টা রুহুল আমিন, উপদেষ্টা শফিকুল ইসলাম, ইউকে রিদমিক কেয়ারের প্রধান নির্বাহী টিউলিপ সুলতানা, যুক্তরাজ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নাগরিক কমিটির আহবায়ক, সাইফুল ইসলাম দুদু, সাংবাদিক ও সদস্য সচিব তানভীর আহমেদ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাজ্যের কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, এহসান কবির, সোহেল করিম, খালেদ ইসলাম, শৈশব আহমেদ, তানভির, খোকন, ফয়েজ, মাহমুদুর রহমান, এমডিজে খোকন, আবুল কাসেম স্বপন, সাইফুর রহমান, সিয়াম, শ্যামল, খালেদ ইসলামসহ প্রবাসী নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষনার দাবি নিয়ে এমপি বাহার কুমিল্লা ছাড়াও রাজধানী ঢাকায় ঢাকাস্থ কুমিল্লা সমিতির বিভাগ বাস্তবায়ন দাবীর অনুষ্ঠানে এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের এরকম আয়োজনে জনমত সৃষ্টিতে যোগ দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লন্ডন সফর করছেন তিনি।
লন্ডন সফরে এমপি বাহারের সঙ্গে তার সহধর্মীনী নারীনেত্রী কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মেহেরেুন্নেছা বাহার এবং তিন কন্যা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, নাইস পাওয়ার আইটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আয়মান বাহার সোনালী ও আজিজা বাহার রয়েছেন।

 

Last Updated on July 10, 2023 11:07 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102