কুমিল্লা দাউদকান্দিতে ছোট ভাইকে মোটরসাইকেলে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বড় ভাই ইকবাল হোসেন (১৮)।
মঙ্গলবার (২৩মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার আমিরাবাদ-কচুয়া সড়কের ইটাখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন বরকোটা স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। সে একই কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছোট ভাই ইমরান হোসেনকে (১৭) নিয়ে মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।তারা দুই ভাই উপজেলার গৌরীপুর গ্রামের ইমান হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত ছোট ভাই ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নিহতের চাচা মমিনুল হক জানান, ভাতিজা ইমরান হোসেন এবার বরকোটা কলেজ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। তার বড় ভাই ইকবাল হোসেন ছোট ভাইকে মোটরসাইকেলে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ইটাখোলা মোড়ে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ইকবাল মারা যায় এবং ইমরানকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
বরকোটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন বলেন, আমার কলেজের প্রথম বর্ষের ছাত্র ইকবাল হোসেন তার ছোট ভাই এসএসসি পরীক্ষার্থী ইমরান হোসেনকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবরটি আমার জন্য মর্মান্তিক ও বেদনাদায়ক। দু’জনই আমার শিক্ষার্থী।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন,এ দুর্ঘটনাটি আমিরাবাদ-কচুয়া সড়কের ইটাখোলা নামক স্থানে হয়েছে। লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
Last Updated on May 23, 2023 7:44 pm by প্রতি সময়