নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের জনপ্রিয় সংসদ সদস্য (এমপি) ইসরাফিল আলম (৫৪) চলে গেলেন না ফেরার দেশে।
সোমবার (২৭ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি ইসরাফিল আলম শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সদা হাস্যোজ্জ্বল এমপি ইসরাফিল আত্রাই-রাণীনগরবাসীর চোখের মনি ছিলেন। একজন সজ্জন শ্রমিক নেতা হিসেবে তার পরিচিতি সুখ্যাতির ব্যাপ্তি ছিল বেশ। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ৪২ বছর বয়সে শ্রমিক নেতা ইসরাফিল আলম প্রথমবার সংসদ সদস্য হন। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি। বর্তমান সংসদেও ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুই সপ্তাহ আগে ইসরাফিল আলমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। পরে নওগাঁয় ফিরে যান। কয়েকদিন নওগাঁয় থেকে আবার ঢাকায় চলে আসেন। এর মধ্যে গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এর পর থেকে তিন দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এমপি ইসরাফিল। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় শনিবার (২৫ জুলাই) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
সোমবার (২৭ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে জনপ্রিয় এই সংসদ সদস্য সবাইকে কাঁদিয়ে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
Last Updated on July 27, 2020 3:44 am by প্রতি সময়