প্রায় ৬৪ বছর আগে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া মৌজায় তিন একর জমি ক্রয় করেছিলেন একই ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আব্দুল মাজেদ হাওলাদারের ছেলে সোলাইমান হাওলাদার ও মৃত সৈয়দ আহাম্মদের ছেলে মফিজুল ইসলাম। ৬৪ বছর পর বিক্রেতার পরিবারের লোকজন ওই জমি দখল করতে না পেরে সেখানের বাগানে চাষ করা নারকেল ও সুপারী কেটে নিয়ে গেছে। এমন অভিযোগ করেছেন জমির ক্রেতা সোলাইমান হাওলাদার।
ঘটনাটি শুক্রবার ( ২ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘটেছে। নারকেল সুপারী কেটে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ওই জমি বিক্রেতার সন্তানরা।
জানা যায়, প্রায় ৬৪ বছর আগে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া মৌজার ১০৫৭, ৭৫, ৩৭৫ ও ৩৮২ নং এস.এ খতিয়ানের তিন একর জমি সুলতান আহাম্মদ, আঃ জব্বার, মোঃ শাহে আলম গংদের নিকট থেকে আড়ালিয়া গ্রামের আব্দুল মাজেদ হাওলাদারের ছেলে সোলাইমান হাওলাদার ও মৃত সৈয়দ আহাম্মদের ছেলে মফিজুল ইসলাম যৌথভাবে ক্রয় করে সেখানে ফলজ গাছের চাষাবাদসহ ভোগ দখল করে আসছেন। গত বছরের জমি বিক্রেতা সুলতান আহাম্মদের ছেলে আলাউদ্দিন, মোতাহার, আবুল কাশেমসহ কয়েকজন মিলে ওই জমিতে প্রবেশ করে তা দখলের চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা বাগানের নারকেল সুপারী কেটে যায় এবং কিছু গাছ একবারে কর্তন করে ফেলে। এঘটনায় জমির মালিক সোলাইমান বাদী হয়ে দুইটি মামলা করেন। মামলা দুইটি বিচারাধীন রয়েছে।
এদিকে শুক্রবার (২ অক্টোবর) সকালে জমি বিক্রেতার পরিবারের লোকজন ওই বাগানে প্রবেশ করে প্রচুর পরিমান নারকেল সুপারী কেটে নিয়ে যায়। জমির মালিক সোলেইমান জানান, ঘটনার সময় বাগানে উপস্থিত থাকলেও সংঘবদ্ধ লোকজনের ভয়ে কোন বাধা দেননি।
জমি বিক্রেতা সুলতান আহাম্মদের ছেলে আলাউদ্দিনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার আমরা মামলার হাজিরা দিতে ভোলায় গেলে প্রতিপক্ষ গাছের নারকেল সুপারী কেটে নেয়। সে কারণে আমাদের ছেলেরা শুক্রবার সকালে নারকেল ও সুপারী কেটে নেয়। এগুলো আমাদের হেফাজতে রয়েছে।’
#দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 3, 2020 2:47 pm by প্রতি সময়