রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

জাকির হোসেন ছিলেন পরিচ্ছন্ন ও নির্লোভ রাজনীতিবিদ : জানাজা অনুষ্ঠানে বক্তারা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৮ দেখা হয়েছে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযাদ্ধা, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাবেক সভাপতিমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য, ন্যাপ কমিউনিস্ট  ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার, কুমিল্লা জেলা ন্যাপের সভাপতি জাকির হোসেনের জানাজা রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত হয়।তার আগে মরহুমের প্রতি রাস্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এসময় বিউগলে করুন সুর বেঁজে উঠে।পরে বীর মুক্তিযাদ্ধা জাকির হোসেনের কফিনে জাতীয় পতাকা জড়িয়ে দেয় মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।জানাজা শেষে তাকে নগরীর টমছমব্রীজ কবরস্থানে দাফন করা হয়।ন্যাপ নেতা মরহুম জাকির হোসেনের জানাজায় ইমামতি করেন কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হাফেজ আমিনুল্যাহ।

জানাজা শুরুর আগে মরহম জাকির হোসেনের আত্মার মাগফিরাত কামনা ও তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ ওমর ফারুক, কুমিল্লা জেলার পাবলিক প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট গোলাম ফারুক, কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুদার ফটিক,কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত প্রমুখ।

বক্তারা বলেন, জাকির হোসেন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি ছিলেন পরিচ্ছন্ন ও নির্লোভ রাজনীতিবিদ।  কুমিল্লার রাজনৈতিক অঙ্গণসহ সকল শ্রেণিপেশার মানুষের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার মানুষ ছিলেন জাকির হোসেন।  ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জাকির হোসেন। জেল-জুলুম উপেক্ষা করে আমৃত্যু একই ধারায় রাজনীতি করে গেছেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন।

# মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এদিকে জানাজা শেষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, আফজল খান ফাউন্ডেশন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,  ন্যাপ কেন্দ্রিয় কমিটি, ন্যাপ জেলা কমিটি, কুমিল্লা দোকান মালিক সমিতি, জাসদ,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, হার্টকেয়ার ফাউন্ডেশন, কুমিল্লার কাগজ পরিবার, সংস্কৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুম জাকির হোসেনের কফিনে ফুলে শ্রদ্ধা জানায়।

# মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান স্বেচ্ছাসেবি সংগঠন হার্টকেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।

উল্লেখ্য, শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কুমিল্লার ডিসি প্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ন্যাপ নেতা জাকির হোসেন।  তিনি বিপত্নীক ও নি:সন্তান ছিলেন। মৃত্যুকালে  অসংখ্য নেতাকর্মী, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।  এছাড়াও শোক প্রকাশ করেছেন ন্যাপের কার্যকরী সভাপতি মিসেস আমিনা আহমেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম ( protisomoy.com) এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Last Updated on February 21, 2021 4:32 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102