মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ চত্বরে বৃক্ষ রোপণ করেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহিত।।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি নিঃসন্দেহে অতুলনীয়। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষ রোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়তে বৃক্ষ রোপণের উপর সবাইকে গুরুত্ব দিতে হবে।
সোমবার (২৪ আগস্ট) মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ চত্বরে বৃক্ষ রোপণ করে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।
জিএম কাদের জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান তুলে ধরে বলেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকল নির্বাচনে অংশ নেবে। সকল উপ-নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রস্ততি রয়েছে। ইতোমধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করতে কাজ করছি আমরা। প্রতিটি আসনে জাতীয় পার্টি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মহাসচিব ফখরুল ইমাম, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, নাজমা আক্তার, প্রমুখ।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 24, 2020 9:33 am by প্রতি সময়