কুমিল্লায় জাতীয় কবিতা মঞ্চ’র কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় কবিতা মঞ্চের কুমিল্লা শাখা কমিটির বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোঃ আবদুল আউয়াল সরকারকে সভাপতি, জয়দেব ভট্রাচার্য্য ভুলুকে সাধারণ সম্পাদক ও গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদের ১৯ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা জাতীয় কবিতা মঞ্চের কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি
মোহম্মদ সোহরাব হোসেন ও আজিম উল্যাহ হানিফ, যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদুল হক ইয়াছিন ও আহমেদুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজুল আলম সরকার,মহিলা বিষয়ক সম্পাদক তাছলিমা খাইরুন, অর্থ সম্পাদক,মোঃ মহিউদ্দিন আকাশ, প্রচার সম্পাদক, হাবিবুর রহমান হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক, সানজিদা রোমানা, সমাজ কল্যান সম্পাদক এ কে এম জসীম উদ্দিন, দপ্তর সম্পাদক দিলিপ কুমার সাহা, নির্বাহী সদস্য,তাছলিমা লিয়া, কুমকুম দেবনাথ, ফারুক শাহরিয়া, এইচ এম আজিজুল হক ও এম এ জলিল।
কমিটির উপদেষ্টা পর্ষদের সদস্যরা হলেন,
কবি সৈয়দ আহমাদ তারেক, শফিকুল ইসলাম ভূঞা (ঝিনুক), মোঃ আজাদ সরকার লিটন, সঞ্চয় কুমার দাশ, রোকসানা সুখী, এস এম আবুল বাশার ও ছাঈদ আহমদ।
Last Updated on July 13, 2023 7:18 pm by প্রতি সময়