কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কবি কাজী নজরুল ছিলেন আমাদের প্রেরণার উৎস। আগস্ট মাসেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আগস্ট মাসেই নজরুল তার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটে। কাজী নজরুল ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবসন্তান হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবি নজরুলের কবিতা এবং গান শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ও সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে।মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস।তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ।
রবিবার (২৭ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের মিলনায়তনে জাতীয় কবি নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি বাহার তার বক্তব্যে কাজী নজরুল ইসলামের লেখা কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী… গানের উদ্ধৃতি টেনে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে ঐ লৌহ কপাট আর ভাঙ্গার সুযোগ ছিল না। এই লৌহ কপাট ভাঙ্গার জন্যে হাজার হাজার বছর যাবত চেষ্টা করা হয়েছে। কেউ পারে নাই। চেষ্টা করেছে মাস্টার দা সুর্য সেন। অস্ত্রাগার লুণ্ঠন করেছে, জীবন দিয়েছে, লৌহ কপাট ভাঙ্গতে পারে নাই। তিতুমীর বাঁশের কেল্লা তৈরী করেছে, জীবন দিয়েছে, ভাঙ্গতে পারে নাই লৌহ কপাট, খুদিরাম বাঁশের মঞ্চে জয়গান গেয়েছে, লৌহ কপাট ভাঙ্গতে পারে নাই। নেতাজি সুবাস চন্দ্র বসু বলেছে আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। অনেক রক্ত দিয়েছি, স্বাধীনতা দিতে পারে নাই। বঙ্গবন্ধু বলেছে রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়ব। সেই বাঙালিকে জাতি হিসেবে রূপান্তিত করেছে। সেই লৌহ কপাট ভেঙ্গে আজকে আমরা সারা বিশ্বে একটি প্রতিষ্ঠিত জাতিতে রূপান্তরিত হয়েছি।
কুমিল্লা জেলা প্রশাসন, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র ও নজরুল পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা।
অনুষ্ঠানে অনান্যর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ড. আসাদুজ্জামান, নজরুল গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্রাচার্য, জেলা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অশোক বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের সরকারি পরিচালক মো. আল-আমিন ও আবৃত্তিকার মাহাতাব সোহেল।
এর আগে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘চেতনায় নজরুল’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কুমিল্লা-৬ আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহার, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে জেলা প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমার নেতৃত্বে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করে জেলা শিল্পকলা একাডেমি, নজরুল পরিষদ কুমিল্লা, নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লা, কালচারাল কমপ্লেক্স কুমিল্লা, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার সদস্যরা, নজরুল মেমোরিয়াল একাডেমী, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রিক নাট্য গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
Last Updated on August 27, 2023 9:57 pm by প্রতি সময়